বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ৩০ কার্তিক ১৪৩১
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
একুশে বইমেলায় কলকাতার মধুবন চক্রবর্তীর প্রবন্ধগ্রন্থের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৯ PM
বাংলাদেশে অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের এই সময়ের জনপ্রিয় মিডিয়াব্যক্তিত্ব ও লেখক মধুবন চক্রবর্তীর গবেষণামূলক প্রবন্ধগ্রন্থ ‘রবীন্দ্রনাথ-নজরুল হার্বার্ট স্পেন্সার এবং অন্যান্য প্রবন্ধ’। 

গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার রিদম প্রকাশনা সংস্থা'র প্রাঙ্গণে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এসময় লেখক মধুবন চক্রবর্তী ছাড়াও বাংলাদেশের কবি শাহীন রেজা, গায়িকা রাজিয়া সুলতানা মুন্নিসহ কবি-লেখক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মধুবন চক্রবর্তী পশ্চিমবঙ্গে উপস্থাপক, আবৃত্তিকার, সংগীতশিল্পী হিসেবে খ্যাতির পাশাপাশি কবি ও লেখক হিসেবেও সমাদৃত। দুই বাংলার পত্রিকাগুলোতেই নিয়মিত কবিতা-গল্প, প্রবন্ধ লিখে যাচ্ছেন। এবছর প্রথমবারের মতো একইসাথে তাঁর দু’টি বই প্রকাশিত হয়।

‘রবীন্দ্রনাথ-নজরুল হার্বার্ট স্পেন্সার এবং অন্যান্য প্রবন্ধ’ গ্রন্থটি প্রকাশ করেছে রিদম প্রকাশনা। প্রচ্ছদ করেছেন ফারিয়া হোসেন। ২৪৮-২৪৯ নম্বর স্টলে এটি পাওয়া যাচ্ছে। ১৬০ পৃষ্ঠার বইটির মূল্য ৪০০ টাকা। এছাড়াও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগোছালো এক লজ্জা’। গার্গী প্রকাশনার বইটি পাওয়া যাচ্ছে কলকাতার ৪১৬ নাম্বার স্টলে। মূল্য দেড়শ টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত