সোনাগাজী মডেল থানা পুলিশ কর্তৃক একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি কে উকিল বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফকৃত আসামীর নাম ইমাম হোসেন।
সোনাগাজী মডেল থানা সূত্রে জানা যায়, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফরহাদ কালাম সুজন, এএসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী ও সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে সোনাগাজী থানাধীন উকিল বাড়ী এলাকা হইতে গ্রেফতার করা হয়।
আসামীর নামে সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত। ১ম ওয়ারেন্ট সিআর ২৭৭/২৩ এক বছর বিনাশ্রম কারাদন্ড ও চেকের অর্থ ২,২১,৫০,৪১৭ টাকা অর্থদন্ড প্রাপ্ত এবং ২য় ওয়ারেন্ট ৪৩৭/২৩ এক বছর বিনাশ্রম কারাদন্ড ও চেকের অর্থ ৯,০০,০০০ টাকা অর্থদন্ড করা হয়। আসামী ইমাম হোসেন উপজেলার আলমপুর গ্রামের আব্দুল হক এর ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় গ্রেফতার এর সত্যতা নিশ্চিত করেছেন এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।