শেখ হাসিনার নামে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয় ও তিনটি সরকারি মেডিকেল কলেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে রয়েছে ৯টি বিশ্ববিদ্যালয় ও দুটি মেডিকেল কলেজ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনার দাদি শেখ সায়েরা খাতুনের নামে রয়েছে মেডিকেল কলেজ।
এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বেশিরভাগই স্থাপিত হয়েছে ২০০৮ সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর। অনেকক্ষেত্রে একই নামে একাধিক বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাও। কারণ একই নামের কারণে প্রতিষ্ঠানগুলো আলাদা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান সরকার বর্তমান সরকার যত্রতত্র নামকরণ বন্ধের উদ্যোগ নিয়েছে। এ-সংক্রান্ত নীতিমালা হওয়ার পর পরিবর্তন করা হবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোর নাম। কিছু ক্ষেত্রে দেখা গেছে, ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার আগের নাম বাদ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে প্রতিষ্ঠানের নামকরণ করেছেন। সংশ্লিষ্টরা এসব বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ। ২০২১ সালের এপ্রিলে এসে এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ নাম বদলে প্রজ্ঞাপন জারি করে শেখ হাসিনা সরকার। ক্ষমতায় আসার পর এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।
রাষ্ট্রীয় খরচে সরকারি প্রতিষ্ঠান বা স্থাপনায় যত্রতত্র নামকরণ বন্ধ করতে নীতিমালা তৈরি করছে সরকার। ইতোমধ্যে চার সদস্যের কমিটি কাজ করছে। এই নীতিমালা চূড়ান্ত হলে প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল হবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর নাম। পরে নতুন নামকরণ করা হবে।