বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ৩০ কার্তিক ১৪৩১
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
টঙ্গীতে ছাত্রদের উপর গুলিবর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৭:১৫ PM
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গুলি বর্ষনের মামলায় গ্রেফতার হয়েছেন টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ টিটু (৩৫)। 

টঙ্গী পূর্ব থানাধীন পাগার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে তিনি। শুক্রবার (৪ অক্টোবর) টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ এই তথ্য জানান।

মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, গত ২০ জুলাই বেলা সাড়ে ১২টায় কলেজ গেইট এলাকায় কোটা বিরোধী আন্দলনে আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে আন্দোলনরত ছাত্র নয়ন হোসেন (২০) পায়ে গুলিবিদ্ধ হয়। 

এই ঘটনায় আহত নয়নের বাবা জাকির হোসেন ৭৯ জনকে শনাক্ত ও ৯০/১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ১৮ আগষ্ট টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। এই মামলায় সন্দেহজনক আাসামি হিসেবে শুক্রবার ভোররাতে টিটুকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত