বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ৩০ কার্তিক ১৪৩১
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
আখাউড়ায় বিজিবির হাতে কোটি টাকার ভারতীয় পণ্যের চালান আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৫:৫৮ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন ট্যাবলেট, মদ, বিয়ার ও মোবাইল ফোনের ডিসপ্লের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ অক্টোবর) মধ্যে রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

সুলতানপর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১ টার দিকে উপজেলার গংগাসাগর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্ত সংলগ্ন খলাপাড়া এলাকায় অবস্থান নেয়। টহল দলের অবস্থান বুঝতে পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। 

এ সময় কয়েকটি কার্টন থেকে দুই লাখ পিস বিভিন্ন ট্যাবলেট, ৬৪৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ২৪ বোটল হুইস্কি ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি দুই লাখ ৮২ হাজার টাকা। 

উদ্ধার হওয়া হুইস্কি ও বিয়ার ধ্বংস করা হবে আর অন্য মালামাল আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত