উঁচু নিচু মাঠ, বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। একদিকে গোলবার ভেঙ্গে পুকুরে চলে যাচ্ছে। অযত্ন অবহেলায় দিনে দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠটি খেলার অনুপযোগী হয়ে যাচ্ছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের ঐতিহ্যবাহী খেলার মাঠের করুনদশা লাঘবের দাবিতে মানববন্ধন করেছে কিশোর, যুবকসহ নানা বয়সী ক্রীড়ামোদী জনসাধারণ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাবেক ছাত্রনেতা মো. মনির হোসেন, আওয়ামী লীগ নেতা মহাবীর আলম ভুঁইয়া, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবু বক্কর, কলেজ পাড়া ফুটবল টিম ম্যানেজমেন্ট সদস্য আনোয়ার মিয়া, নিয়াজ আহমেদ, সজিব, আতিক তুষার, আরাফাত ভুঁইয়া, সানি, নয়ন, সাগর, আব্দু সালামসহ কিশোর, যুবক ও নানা বয়সী শতাধিক ক্রীড়ামোদী জনসাধারণ।
মানববন্ধনে বক্তারা বলেন, আখাউড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ একটি ঐতিহাসিক মাঠ। এই মাঠে জাতীয় দলের সাবেক বহু ক্রিকেটার ও ফুটবলার খেলে গেছে। এই মাঠে একসময় বহু লীগ খেলা হয়েছে। এই মাঠটি আমাদের প্রাণের স্পন্দন। কিন্তু অযত্ন অবহেলায় আজ এই ঐতিহাসিক মাঠটি হারিয়ে যেতে বসেছে। বর্তমান যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই মাঠের সংস্কার অপরিহার্য। আমাদের দাবী, শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠের সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা।
বাবু/জাহিদ