সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কালিহাতীতে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৯ PM আপডেট: ২১.০৯.২০২২ ৯:২২ PM
টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন ও তিন হাজার ফুট বালু পরিবহনের পাইপলাইন বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লা ইউনিয়নের সিঙ্গাইর বিলে ও রামপুর বরটিয়া বাড়ীতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন।

এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের জন্য দায়ী ৪টি ড্রেজার মেশিন ও আনুমানিক তিন হাজার ফুট বালু পরিবহনের পাইপলাইন তাৎক্ষণিক বিনষ্ট করে। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কালিহাতী থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন জানান, জনস্বার্থে নদী ও খাল বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত