নীলফামারীর ডোমারে পুকুরের পানিতে পড়ে সিনথিয়া আক্তার নামে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গাঁ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সিনথিয়া মেলাপাঙ্গাঁ এলাকার মো. সাজিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ীর আঙ্গিনায় বসে খেলা করছিল সিনথিয়া আক্তার। এরেই এক পর্যায়ে সকলের অগোচড়ে সে বাড়ীর পাশে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পরও সিনথিয়া পাওয়া যাচ্ছেনা। এক সময় বাড়ীর পাশেই পুকুরের পানিতে তাকে ভেসে উঠতে দেখলে স্থানীয়রা পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
পাঙ্গাঁ মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাবু/জাহিদ