মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১০ টাকায় পূজার পোশাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩০ PM
বিশেষ চাহিদা-সম্পন্ন শিশু দেবী এসেছিল কাওরান বাজারের মিডিয়া পাড়ায়। এসে দেখলো, একটি স্টলে হরেক রঙয়ের পোশাক ঝুলছে। লাল, নীল, সবুজ, গোলাপি আরও কত রঙ। তবে তার নজর কেড়েছে গোলাপি রঙ। তাই ‘গোলাপি গোলাপি’ বলা শুরু করলো লাইনে দাঁড়িয়েই। তাৎক্ষিণক একজন সংবাদকর্মী তার হাতে ধরিয়ে দিলেন সেই গোলাপি রঙয়ের পোশাক। সঙ্গে সঙ্গে পরে ফেললো জামাটি। আর মুহূর্তেই তার মুখে ফুটে উঠে উজ্জ্বল হাসি। সেই সে দেবীর মতো করে আশীর্বাদের ভঙ্গি।

বিভিন্ন মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন টোকেন হাতে নিয়ে। শিশুদের হাতে দেওয়া হচ্ছে নতুন পোশাক। আর সেই পোশাক তাৎক্ষণিক তাদের পরিয়ে দিচ্ছেন সংবাদকর্মীরা।  বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কাওরান বাজারে এটিএন নিউজের সামনে  বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে মিডিয়াকর্মীদের উদ্যোগ ‘সবাই মিলে উৎসব — সবাই মিলে বাংলাদেশ’ অনুষ্ঠানে এরকম দৃশ্য দেখা যায়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা।

বিদ্যানন্দ ফাউন্ডেশন দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে শিশুদেরকে ১০ টাকায় পূজার কাপড় দেবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসবে পোশাকের মেলা। আয়োজনটি পূজা উপলক্ষে করা হলেও যেকোনও  ধর্ম, বর্ণ ও লিঙ্গের সুবিধাবঞ্চিত শিশু ১০ টাকা প্রতীকী মূল্যে পোশাক কেনার সুযোগ পাবে। ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে ১০ হাজার মানুষের জন্য নতুন পোশাক নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে।

বিদ্যানন্দ বলছে, প্রতিটি উৎসবে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে তারা সম্প্রীতির বন্ধন গড়তে চায়। সেই সঙ্গে নিশ্চিত করতে চায় উৎসবে সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণ।

মুন্নী সাহা জানান, মানুষকে উৎসবের উপহার কেনার সুযোগ করতে দিয়ে আমাদের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়।

-বাবু/এসআর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত