
২০২০-১১-২১ ২১:০৮:২৭ / Print
লক্ষ্মীপুরে রিতু আক্তার (১৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভবানীগঞ্জ ইউপি’র জেলে গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে নির্মাণ শ্রমিক রমজানের ছোট মেয়ে।
জানা গেছে, রিতু শারীরিক প্রতিবন্ধী। সকালে তার মা নামাজ পড়তে নির্দেশনা দিয়ে প্রতিদিনের মতো হাটতে বের হন। কিছুক্ষণ পর ঘরে এসে দেখেন রিতু গলার ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে।
এসআই সোহেল রানা জানান, পরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করেন রিতুর মা।
বাবু/জেআর