
২০২০-১১-২১ ২১:১৩:৪৯ / Print
পূর্বধলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
শনিবার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বামনখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন অটোরিকশাচালক তারা মিয়া (২৮) ও যাত্রী হারুন মিয়া (৩৫)।
হারুন মিয়া গাজীপুরের কাপাশিয়ার চড়আলী নগর গ্রামের আবুল কাসেমের ছেলে। চালক তারা মিয়া ময়মনসিংহের তারাকান্দার লালমা বিশকা গ্রামের আ. রশিদের ছেলে।
জানা গেছে, সকালে পর্যটন এলাকা দুর্গাপুর থেকে একটি অটোরিকশা ওই যাত্রীকে নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাযাত্রী নিহত ও চালক আহত হন। পরে চালক তারা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হলেও ট্রাক চালক পালিয়েছে।
বাবু/জেআর