
২০২১-০২-২৩ ১৯:০২:০০ / Print
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য হিসেবে দ্বিতীয় বারের মতো মেয়াদ পূর্ণ করেছেন অধ্যাপক ড. শাহিনুর রহমান।
সোমবার (২২ ফেব্রুয়ারি) তাঁর মেয়াদ পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গির হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিভাগ ও শাখা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
বাবু/জেআর