<
  ঢাকা    বুধবার ১ মে ২০২৪
বুধবার ১ মে ২০২৪
পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৮:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। আজ গ্রীনরোডস্থ পানি ভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে রাষ্ট্রদূতের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে পানি সম্পদ খাতসহ স্মার্ট অবকাঠামো খাতের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। 

এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের চলমান উন্নয়ন, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও পানি সম্পদের বিষয় নিয়ে আলোচনা করেন। 

কোরিয়ান রাষ্ট্রদূত বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী উভয় দেশ বন্যা নিয়ন্ত্রণ, দুর্যোগ হ্রাস এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে যাচ্ছে। বাংলাদেশ  ও কোরিয়া বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। 

প্রতিমন্ত্রী পানি সম্পদ খাতের উন্নয়নে কোরিয়ার ভূমিকার প্রশংসা করে প্রতিনিধি দলেকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এধরনের সহযোগীতা অব্যাহত রাখার অনুরোধ করেন। 

কোরিয়ান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে কোরিয়ার উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন মজবুত হচ্ছে এবং ভবিষ্যতেও এ উন্নয়ন সহযোগীতা অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত