<
  ঢাকা    বুধবার ২২ মে ২০২৪
বুধবার ২২ মে ২০২৪
তীব্র গরমেও ফাটতে পারে ঠোঁট
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১১:৩২ এএম | অনলাইন সংস্করণ
গরমে দিশেহারা মানুষ। এই গরমে ঠোঁট শীতকালের মতো শুষ্ক হয়ে যায় অনেকেরই। এই গরমে চেহারার কাঙ্ক্ষিত লাবন্য যেন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে।

সাধারণত ঠোঁট ফাটার সমস্যা আমরা শীতকালে দেখি। কিন্তু অতিরিক্ত গরম থেকেও অনেক সময় ঠোঁট শুষ্ক হয়ে পড়ে। ঈদের পরে তীব্র গরমও পড়তে শুরু করেছে। এ সময়ে ত্বকের পাশাপাশি ঠোঁটেরও নিতে হবে বিশেষ যত্ন।

চলুন জেনে নেওয়া যাক, কিভাবে গরমের মধ্যে নেবেন ঠোঁটের যত্ন-

১। সবার প্রথমেই আসবে স্ক্রাবিং এর কথা। স্ক্রাবিং মৃত কোষ দূর করে ঠোঁট কোমল রাখতে সাহায্য করে। তাই নিয়মিত ঠোঁট স্ক্রাবিং করুন।

২। আমরা অনেকেই ঠোঁট রাঙ্গাতে লিপস্টিক বেশি ব্যবহার করে থাকি। কিন্তু এসব প্রসাধনী ঠোঁটকে আরো বেশি রুক্ষ করে তোলে। তাই ঠোঁটের যত্নে লিপস্টিকের পরিবর্তে লিপবাম ব্যবহার করতে পারেন। এতে করে ঠোঁট ফাটবে না এবং মসৃণও থাকবে।

একান্তই ঠোঁট রাঙাতে চাইলে বাজারে আজকাল কালারিং লিপবাম পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। 

৩। আজকাল ঠোঁটের যত্নে বাজারে বেশ কয়েক রকমের লিপমাস্ক পাওয়া যাচ্ছে। এগুলো তীব্র গরমে ঠোঁটকে শুষ্কতা থেকে রক্ষা করে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত