ফ্র্যাঞ্চাইজি লিগে। চলমান বিশ্বকাপে তার কাছে তাই দলের চাওয়াটাও ছিল বাকি সকলের চেয়ে বেশি। কিন্তু প্রত্যাশার বিন্দুমাত্রও পূরণ করতে পারেননি তিনি।
সাকিব আল হাসান ও স্ত্রী
প্রায় প্রতিটি ম্যাচেই দায়িত্বজ্ঞানহীন শটে উইকেট বিলিয়ে এসেছেন। ব্যাট হাতে দল যখনই তার মুখপানে চেয়ে বসেছিল, তিনি নিজের উইকেট বিলিয়ে এসেছেন।
বড় ম্যাচগুলোতে বল হাতে অধিনায়কের আস্থার জায়গাও হতে পারেননি। সব মিলিয়ে এমন বিবর্ণ সাকিবকে কখনোই দেখেনি বাংলাদেশ দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের পর সাকিবের সমালোচনায় মুখর হয়েছিলেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর শেবাগ। এমনকি সাকিবকে অবসর নেয়ার জন্যও বলেছিলেন। এবার সাকিবের সমালোচনায় মুখর হয়েছেন ভারতের সাবেক উইকেটকিপার পার্থিব প্যাটেল। প্যাটেলের দাবি- সাকিব ব্যর্থতার দায় সবসময় অন্য সতীর্থদের ওপর চাপিয়ে দেন।
সাকিব আল হাসান ও স্ত্রী
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে প্যাটেল বলেন, ‘ম্যাচ হারের দায় আপনি কাকে দেবেন? সবচেয়ে বেশি প্রত্যাশা সাকিবের ওপরই ছিল, সবচেয়ে বেশি দায়িত্বও তারই ছিল। কারণ সে বাংলাদশের ম্যাচ উইনার। কিন্তু বড় ম্যাচ এলেই সাকিব ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমে গেছে, বোলিং তো করতেই পারেনি। ব্যাটিংয়ে এলেও দু-একটা ছক্কা মেরে আউট হয়ে গেছেন তিনি।’
সাকিব আল হাসান ও স্ত্রী
এবারের বিশ্বকাপেই শুধু এমনটা নয়, বরং সাকিব বরাবরই সতীর্থের ওপর দায় চাপান বলে মনে করেন ভারতের এই সাবেক উইকেটকিপার, ‘কোথাও না কোথাও কারো না কারো ওপর তো দোষ চাপাতে হবে। সাকিবের এই অভ্যাস আগে থেকেই আছে। তাই সাকিব যে এমনটা বলেছে তাতে আমি মোটেই অবাক হইনি।’
ভারতের বিপক্ষে ম্যাচ হেরে দলের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক ও কোচের ওপর দায় চাপিয়েছিলেন সাকিব। মূলত তার এমন আচরণের জন্যই সমালোচনা করেছেন প্যাটেল।
সাকিব আল হাসান
ভারতের বিপক্ষে ব্যাটিং উইকেটেও টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। ৫০ রানের জায়গায় কিছুটা সম্মানজনক ব্যবধানে হারলেও সেমিফাইনালে ওঠার জন্য আফগানিস্তানের বিপক্ষে আরও ভালো অবস্থানে থাকত বাংলাদেশ। এমন উইকেটে পরে ব্যাটিং নেয়ার জন্য অধিনায়ক ও কোচকেই দায়ী করেছিলেন সাকিব।
সাকিব আল হাসান
সাকিব সেদিন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে। এটা ব্যাখ্যা করা কঠিন। উইকেট আরও ধীর হবে ভেবেছিলাম। উইকেট শুরুতে শুকনো ছিল। স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল হয়ত। এটা ভালো ব্যাটিং উইকেট আমি বলব। ক্যারিবিয়ানে স্পিনারদের জন্য মাঝখানে বল করা পাওয়ারপ্লের চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পুরনো হয় রান করা তত কঠিন হয়।’
সাকিব আল হাসান ও স্ত্রী
অধিনায়ক ও কোচকে নিয়ে সাকিবের এমন মন্তব্য পছন্দ হয়নি প্যাটেলের। তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা সাকিবের উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে প্যাটেল বলেন, ‘সাকিব নিজ থেকে ক্যাপ্টেন্সি ছেড়েছে মানে বর্তমান ক্যাপ্টেন ও কোচ এটাই ধরে নেবে সাকিব কোনো দায়িত্ব নিতে চায় না। ও হয়তো নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করতে চায় না। তাহলে ওকে ওর মত ছেড়ে দেই। নিজের খেলাটা খেলুক আর অবদান রেখে জেতানোর চেষ্টা করুক। কোচ-ক্যাপ্টেন নিজেদের চিন্তা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তারপরও জনসম্মুখে এসে সাকিব এসব বলেছে। এটা আমি বুঝলামই না।’