বিবাহিত জীবনে বিরাট ঝড় বয়ে গেছে অভিনেত্রীর উপর দিয়ে। স্বামী থেকে পরিবার নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। ঠিক কী কী হয়েছিল অভিনেত্রীর সঙ্গে তা শুনলে আপনিও আঁতকে উঠবেন।
রণধীর কাপুর ও ববিতা কাপুরের বড় মেয়ে তথা বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরকে নিয়ে উত্তেজনার শেষ নেই ভক্তদের। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনটা মোটেই সুখকর নয়।
অভিনেত্রী করিশ্মা কাপুর
নব্বইয়ের দশকে তাঁর সৌন্দর্যের জাদুতে পাগল ছিলেন একাধিক পুরুষ। সেরা সুন্দরীরের মধ্যেও ছিলেন করিশ্মা। তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নিতেন করিশ্মা।
জীবনে এসেছে একাধিক প্রেম। অজয় দেবগণের সঙ্গেও সম্পর্কে জড়ান করিশ্মা। কিন্তু কোনওটাই টেকেনি। অমিতাভ পুত্র অভিষেক বচ্চনের প্রেম একসময়কার বলিউডের সবথেকে চর্চিত বিষয় ছিল। কেরিয়ার তখন মধ্যগগণে, নিজের চেয়ে বয়সে ২ বছরের ছোট অভিষেকের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন করিশ্মা। বচ্চন পরিবারও তাদের সম্পর্ক মেনে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ভেঙে যায়।
অভিনেত্রী করিশ্মা কাপুর
তারপর ২০০৩ সালে করিশ্মা কাপুর ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। শুধু তাই নয় লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে সংসার পাতেন। কিন্তু বিয়ের পর জীবনে কোনও সুখ পাননি করিশ্মা।
বিবাহিত জীবনে বিরাট ঝড় বয়ে গেছে অভিনেত্রীর উপর দিয়ে। স্বামী থেকে পরিবার নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। ঠিক কী কী হয়েছিল অভিনেত্রীর সঙ্গে তা শুনলে আপনিও আঁতকে উঠবেন।
অভিনেত্রী করিশ্মা কাপুর
অনেকেই ভেবেছিলেন বড় ব্যবসায়ীকে সঞ্জয়কে বিয়ে করার পর করিশ্মার জীবনটা পুরোপুরি বদলে যাবে। কিন্তু তেমন কিছুই ঘটেনি বরং অসহ্য নরকযন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে। নির্যাতন-হয়রানি সবকিছুই ছিল অভিনেত্রীর সঙ্গী।
করিশ্মা জানিয়েছিলেন, স্বামী সঞ্জয় হানিমুনে গিয়ে বন্ধুর শয্যাসঙ্গিনী হতে বাধ্য করেন। শুধু তাই নয়, এক রাতের জন্য বাজি ধরে করিশ্মা কাপুরকে নিলামে তুলেছিলেন তাঁর স্বামী। রীতিমত চলেছিল দর কষাকষিও। করিশ্মা প্রতিবাদ জানাতেই শুরু হয় তীব্র অশান্তি।
অভিনেত্রী করিশ্মা কাপুর
করিশ্মা আর জানান, প্রায়শই মারধর করত সঞ্জয়। দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলার পর শেষে বাধ্য হয়ে এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন করিশ্মা।
অভিনেত্রী করিশ্মা কাপুর
বিয়ের ১৩ বছরের মাথায় বিচ্ছেদ হয় তাঁদের। ২০১৬ সালে সঞ্জয় কাপুরকে ডিভোর্স দেন অভিনেত্রী। তবে বিয়ের পর কারিশ্মা এবং সঞ্জয়ের দুই ছেলেমেয়ে হয়। সামাইরা এবং কিয়ান রাজ কাপুর। আপাতত ছেলে মেয়েকে নিজের সঙ্গেই রেখেছেন করিশ্মা। দীর্ঘদিন বাদে বলিউডে কামব্যাক করেছেন কারিশ্মা কাপুর।