দিশা পাটানি শেষ কয়েকদিন রয়েছেন আলোচনার কেন্দ্রে। প্রভাসের সঙ্গে প্রথমবারের মতো ‘কালকি ২৮৯৮ খ্রিস্টাব্দ’ ছবিতে কাজ করার পর তাঁর কেরিয়ার শীর্ষে পৌঁছেছে।
দিশা পাটানি প্রভাস
এই ছবির সাফল্যের পাশাপাশি দিশা তার প্রেম জীবন নিয়েও খবরে রয়েছেন। প্রভাষের সঙ্গে যুক্ত হচ্ছে অভিনেত্রীর নাম। এই জল্পনাকে এখন ইন্ধন দিয়েছে দিশার নতুন হাতে তৈরি ট্যাটু। দিশার ট্যাটু দেখে অবাক ভক্তরা।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৩২ বছর বয়সী দিশা তাঁর থেকে ১২ বছরের বড় দক্ষিণে সুপারস্টার প্রভাসের সাথে ডেট করছেন। চলচ্চিত্রের পাশাপাশি, মানুষ প্রভাসের সঙ্গে তাঁর রসায়ন পছন্দ করেছেন। ‘ইনস্ট্যান্ট বলিউড’-এর খবর অনুসারে একটি সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে, দিশার হাতে একটি নতুন ট্যাটু দেখা গিয়েছে, যার গায়ে ‘পিডি’ লেখা রয়েছে।
এখন দিশার এই ট্যাটু থেকে ভক্তরা অনুমান করেছেন যে ‘দিশা-প্রভাস’ এবং তাঁদের নামের ট্যাটু করিয়েছেন। এই পোস্টে মন্তব্য করে দিশার ভক্তরা লিখছেন যে দিশা নতুন প্রেমিকের সন্ধান পেয়েছেন। ভক্তরা প্রভাসের নাম নিয়ে জল্পনা করে পোস্টে মন্তব্য করছেন। ভক্তরা প্রশ্ন করছেন, তিনি কি হাতে প্রভাসের নাম লিখিয়েছেন?
প্রভাসের আগে দিশার নাম টাইগার শ্রফের সঙ্গে অনেকটাই যুক্ত ছিল। তবে খুব কম সময়ের মধ্যে তাঁদের দু’জনের সম্পর্ক ভেঙে যায়। এর পর আদিত্য রায় কাপুরের সঙ্গেও দিশার নাম জড়িয়ে যায়।
দক্ষিণে সুপারস্টার প্রভাসের সাথে ডেট করছেন
তবে, তাঁরা দুজনেই এই প্রতিবেদনগুলিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এর পর ব্রিটিশ কিংবদন্তি অ্যালেক্সের সঙ্গে ডেটিং শুরু করেন দিশা। তাঁদের দু’জনে
টাইগার দিশা
র অনেক রোমান্টিক ছবিও প্রকাশ পেয়েছে। তবে খুব শীঘ্রই তাঁদের ব্রেকআপের খবরও সামনে আসে। এবার প্রভাসের সঙ্গে যুক্ত হচ্ছে দিশার নাম।
সাইবেরিয়ার নাগরিক আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিশা
তার আগে বেশ চাড়াও হয় দিশার নতুন প্রেমের গুঞ্জন
গত কয়েক মাস ধরেই বলিউডের অন্দরে খবর উড়ছে— ভেঙে গেছে টাইগার শ্রফ আর দিশা পাটানির প্রেম। এ সম্পর্ক ভাঙার পর সাইবেরিয়ার নাগরিক আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিশা। দুজনেরই শরীরচর্চার প্রতি ভালোবাসা; আর সেখান থেকেই ঘনিষ্ঠতা। তবে এসব বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারা। অবশেষে দিশার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে মখু খুললেন অ্যালেক্স।
দক্ষিণে সুপারস্টার প্রভাসের সাথে ডেট করছেন
দিশার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক আলেকজান্ডার অ্যালেক্সের। ২০১৫ সালে দিশা ও আরো কয়েকজনের সঙ্গে ফ্ল্যাটও শেয়ার করেন তারা। বম্বে টাইমসের সঙ্গে আলাপকালে আলেকজান্ডার বলেন— ‘দিশা আমার কাছে পরিবারের সদস্যর মতো। প্রতিযোগিতামূলক এই ফিল্ডে যখনই প্রয়োজন হয়েছে আমরা একে-অপরকে পাশে পেয়েছি।’
দক্ষিণে সুপারস্টার প্রভাসের সাথে ডেট করছেন
‘গত কয়েক সপ্তাহ ধরে দেখছি, অনুমানের একটি খেলা চলছে। কিন্তু আমরা জানি সত্যিটা আসলে কী! আমি বুঝি না কিছু মানুষ অন্যের জীবন নিয়ে কেন অনুমান নির্ভর কথা বলে। কেন তারা অন্যকে শান্তিতে বাঁচতে দেয় না। এসব বিষয় দেখে আমরা খুব হাসাহাসি করি।’ বলেন অ্যাকেজান্ডার।
কেবল
টাইগার দিশা
নয়, টাইগারেরও ঘনিষ্ঠজন আলেকজান্ডার। জ্যাকি পুত্র আর দিশার কি সত্যিই বিচ্ছেদ হয়েছে? এ বিষয়ে আলেকজান্ডার বলেন, ‘অন্যের বিষয়ে মন্তব্য করার আমি কেউ না। হ্যাঁ, এটা ঠিক যে, আমি দুজনেরই খুব ঘনিষ্ঠ। ওদের দুজনের সঙ্গেই হ্যাং আউট করি।’
টাইগার দিশা
২০১৬ সালে ‘বেফিকরা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দিশা। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক এবং গোপনে ছুটি কাটানোর গুঞ্জন শোনা যায়। ২০১৮ সালে ‘বাঘি টু’ সিনেমায় কাজ করেন তারা। ২০২০ সালে টাইগারের ‘বাঘি থ্রি’ সিনেমার একটি আইটেম গানেও পারফর্ম করেন দিশা। এর মধ্যে বহুবার প্রেমের সম্পর্কের গুঞ্জনে খবরের শিরোনাম হয়েছেন এই যুগল।