<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
কোয়ার্টারে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ড্র হলে যা হবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ১:১৩ PM
আগামী শুক্রবার (৫ জুলাই) থেকে রোমাঞ্চকর শেষ আটের লড়াইয়ের অপেক্ষায় কোপা আমেরিকা। এদিন বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। আসরের প্রথম কোয়ার্টারে ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

অন্যদিকে সেমিতে ওঠার লড়াইয়ে পরের দুইদিন অর্থাৎ ৬ ও ৭ জুলাই মাঠে নামছে ভেনিজুয়েলা-কানাডা ও কলম্বিয়া-পানামা। কোয়ার্টার ফাইনালে এখন পর্যন্ত ব্রাজিল-উরুগুয়ের লড়াইকে সবচেয়ে বড় ম্যাচ মনে করা হচ্ছে।

সাধারণত, বড় টুর্নামেন্টগুলোর নকআউট পর্বে নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ সমতায় থাকলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। তবে কোপার ৪৮তম আসরে থাকছে ব্যতিক্রম। পুরোনো নিয়ম মেনে এবার ফাইনাল ছাড়া নকআউট পর্ব, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোনো অতিরিক্ত সময় থাকছে না।
নকআউট পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোনো অতিরিক্ত সময় থাকবে না। নির্ধারিত ৯০ মিনিটের পর সমতায় থাকলে সরাসরি পেনাল্টি শুটআউটে চলে যাবে ম্যাচ।

ফাইনালে ৯০ মিনিটের পর ম্যাচ সমতায় থাকলে খেলা অতিরিক্ত সময়ে গড়াবে। এক্ষেত্রে ৩০ মিনিট হবে অতিরিক্ত সময় এবং দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। এরপরও ম্যাচ সমতায় থাকলে পেনাল্টি শুটআউটে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত