শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডের রেলগেট এলাকায় যানজট নিরসনে রেলগেটের উভয় পাশে যানবাহন চলাচলে ওয়ানওয়ে ব্যবস্থা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের আয়োজনে রাস্তার দুপাশে ডিভাইডার বসিয়ে এ ওয়ানওয়ে ব্যবস্থা চালু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর অমিতাভ শেখর চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমানসহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ও পৌরসভার কাউন্সিলর গন উপস্থিত ছিলেন।