<
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৮:৪৬ PM আপডেট: ০৫.০৭.২০২৪ ১২:১৬ AM
কোপা আমেরিকার ইতিহাসে কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি ইকুয়েডর। এবার তাদের লক্ষ্য প্রথম জয়। শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শেষ আটের লড়াই ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। টানা তিন জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে লিওনেল স্কালোনির দল। এদিকে দুর্দান্ত খেলে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইকুয়েডর।
ইকুয়েডরের বিপক্ষে এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। জয় পেয়েছে ১১টি ম্যাচে। অন্যদিকে ড্র হয়েছে ৫টি ম্যাচ। সর্বশেষ ২০২১ সালের কোপা আমেরিকায় ইকুয়েডরকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছিল আলবিসেলেস্তারা। 
হাইভোল্টেজ ম্যাচটিতে অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুরু একাদশে তিনি থাকবেন কিনা তা নিশ্চিত করে জানায়নি।

অবশ্য আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে ম্যাচের শুরু থেকেই একাদশে দেখা যাবে মেসিকে। তবে এই ম্যাচের শুরুর একাদশে অ্যাঞ্জেল ডি মারিয়াকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এনজো ফার্নান্দেজ থাকতে পারে শুরু থেকেই। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ,  নিকোলাস গনজালেজ,  লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।

যেভাবে দেখবেন
মার্কিন যুক্তরাষ্ট্র : ফক্স, ইউনিভিশন, ফক্স স্পোর্টস অ্যাপ
যুক্তরাজ্য : প্রিমিয়ার স্পোর্টস ওয়ান
বাংলাদেশ : টি স্পোর্টস, টি স্পোর্টস অ্যাপ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত