ক্যারিয়ার যে শেষের পথে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। টাইব্রেকারে স্লোভেনিয়াকে হারিয়ে ঘোষণা দিয়েছিলেন এটাই তার শেষ ইউরো। ইতোমধ্যে নিজের শেষ ইউরো ম্যাচও খেলে ফেললেন তিনি।
শেষ ম্যাচে পর্তুগাল ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে ইউরো থেকে।তবে জাতীয় দলের হয়ে এটি তার শেষ ম্যাচ কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ।
গতকাল রাতে ফ্রান্স-পর্তুগালের ম্যাচটি ১২০ মিনিটেও ড্র থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ। ফ্রান্সের কাছে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এরপর রোনালদোর অবসর নিয়ে জানতে চাওয়া হয় পর্তুগাল কোচের কাছে।
৩৯ বছর বয়সী রোনালদোর অবসর নিয়ে ‘আগেভাগে’ই এমন কিছু ভেবে নিতে নিষেধ করলেন মার্টিনেজ।
পর্তুগাল কোচ বলেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগেভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
ইউরোতে সর্বোচ্চ গোল ও এসিস্টের রেকর্ড রোনালদোর। তবে এবারের ইউরোতে ৫ ম্যাচ খেলে কোনো গোলের দেখা পাননি তিনি। পর্তুগালের হয়ে ২১২ ম্যাচে ১৩০ গোল করেছেন রোনালদো।