শ্রীমঙ্গলে হার পাওয়ার প্রকল্পের ই-কমার্স প্রফেশনাল কোর্সের নারীদের প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে ২৫ নারীকে ৬মাস প্রশিক্ষনের পাশাপাশি একটি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গলে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব খালেদা নাসরিন এসব ল্যাপটপ বিতরন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো: নাজমুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, হার পাওয়ার প্রকল্পের সহকারী প্রোগ্রামার শাকিল আহমেদ, ওয়াহিদ উজ্জজামান। এতে জেভি অফ টিকন সিস্টেম লিমিটেড সহযোগিতা প্রদান করে।