<
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
কোপার সেমিফাইনালে কে কার মুখোমুখি?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১:২৩ PM আপডেট: ০৭.০৭.২০২৪ ১:৪৩ PM
ব্রাজিলের বিদায় আর উরুগুয়ের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হলো কোপা আমেরিকার সেমিফাইনালের লাইনআপ। এ দিকে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের তিনটি নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে।

রোববার (৭ জুলাই) সকালে লাস ভেগাসে সেলেসাওদের টাইব্রেকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। এর আগে ম্যাচটি গোলশূন্যভাবে ড্র ছিল। কোপা আমেরিকার ৪৮তম আসর থেকে বিদায় নেয় ৯বারের চ্যাম্পিয়নরা।
ভোরে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল কলম্বিয়া। আর গত শুক্রবার এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার কাছে হেরে বিদায় নেয় ভেনেজুয়েলা।

প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লড়বে প্রথমবারের মতো কোপা অংশ নিয়ে শেষ চারের লড়াইয়ে জায়গা করে নেওয়া কানাডা। আর দ্বিতীয় সেমিফাইনালে লাতিন দুই দেশ কলম্বিয়া ও উরুগুয়ে।

কোপার সেমিফাইনালের সময়সূচি 

তারিখম্যাচসময়ভেন্যু
    ১০ জুলাই আর্জেন্টিনা-কানাডাসকাল ৬টামেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
১১ জুলাইউরুগুয়ে-কলম্বিয়াসকাল ৬টা  ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম, নর্থ ক্যারোলিনা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত