<
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
‘ব্রাজিলের টার্গেট সবসময় নেক্সট কোপা, নট দিস কোপা’
মশিউর অর্ণব
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১:৩৬ PM আপডেট: ০৮.০৭.২০২৪ ২:১৫ PM
ছন্নছাড়া ফুটবল উপহার(!) দিয়ে সমর্থকদের একের পর এক হতাশই করে যাচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ের যে গৌরব তাদের, সাম্প্রতিক ধারাবাহিক বাজে পারফর্মেন্সের কারণে তারা আজ চরম লজ্জার সম্মুখীন।

বিশ্বকাপে টানা ব্যর্থতা, ছন্দহীন খেলা, পেনাল্টি মিসের হিড়িক, সবমিলিয়ে ব্রাজিল নিয়ে ট্রল করতে ছাড়ছেন না সমালোচক ও আর্জেন্টিনার সমর্থকরা।

লাস ভেগাসে রোববার (৭ জুলাই) সকালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। এর আগে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। এই হারে কোপা আমেরিকার ৪৮তম আসরের কোয়ার্টার ফাইনাল থেকেই থেকে বিদায় নিলো ৯ বারের চ্যাম্পিয়নরা।
কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর আর্জেন্টাইন সমর্থকরা যেনো পুরোপুরিই পেয়ে বসেছে ব্রাজিল সমর্থকদের। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের বানে জর্জরিত করে ছাড়ছে ব্রাজিল ভক্তদের। অবশ্য ব্রাজিল যেমন খেলছে তাতে এই ট্রল মেনে নেওয়া ছাড়া তাদের সমর্থকদের আর কিইবা করার আছে। 
ফেসবুকে সমবেদনা জানিয়ে আর্জেন্টাইন সমর্থক ওমর সালেহীন লিখেছেন, ‘যদি ফুটবলে কোয়ার্টার ফাইনাল না থাকতো তাহলে ব্রাজিলের ২২টা কাপ থাকতো’

শামস রাশীদ জয় নামের আর্জেন্টাইন ভক্ত লিখেছেন, ‘আর্জেন্টিনা কোপা কয়বার জিতেছে? - ১৫ বার... ব্রাজিল কোপা কয়বার জিতেছে? - ৯ বার... পার্থক্য কত? - হেক্সা’
এমদাদুল একরাম নোবেল নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ব্রাজিলের কোয়েল পাখি আলী হোসেন বেকারের (এলিসন বেকার) উচিৎ এমির (মার্টিনেজ) থেকে পেনাল্টি ঠেকোনার ট্রেনিং নেওয়া’

রাসেল খান নিলয় নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, মনে রাখবেন- ‘ব্রাজিলের টার্গেট সবসময় পরবর্তী কোপা, নট দিস কোপা

মশিউর অর্ণব নামের অপর এক আর্জেন্টাইন সমর্থক লিখেছেন, ‘এখন আর ব্রাজিলকে নিয়ে ট্রল করতে মন চায় না। মনে হয় এতিমের ওপর অত্যাচার করছি’

ফয়সাল মাহমুদ নীল নামের একজন লিখেছেন, ‘দুইটা বড় আসর থেকে পেনাল্টিতে বাদ পড়লো। অথচ পেনাল্টি নিয়ে এই ব্রাজিল সাপোর্টারদের জ্ঞানগর্ভ(!) লেখা পড়লে মনে হবে এরা পেনাল্টিতে পিএইচডি কমপ্লিট করে আসছে’

আরেকজন ট্রল করে লিখেছেন, ‘ব্রাজিল এখন পাড়ার টিম হয়ে গেছে। আমাদের লেভেলে না আসলে ওদের ফ্যানদের সঙ্গে আর তর্কে যাব না’

ব্রাজিলের এমন ছন্নছাড়া খেলা দেখে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেক ব্রাজিল ভক্তরাও। কেউ কেউ তো বলছেন তারা আর ব্রাজিলের খেলাই দেখবেন না।

এদিকে মিম পেইজ earki (ইয়ার্কি) ব্রাজিলকে ট্রল করে লিখেছে, ‘এখানে প্রফেশনালদের দ্বারা যত্নসহকারে ব্রাজিল ফ্যানদের সান্ত্বনা দেওয়া হয়’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাজিল   পেনাল্টি   ট্রল  







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত