<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
দোয়ারাবাজারে টাস্কফোর্সর অভিযানে ভারতীয় চিনি ও সুপারি উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৩:৪৮ PM
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়নে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে ১৪শ ৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১১০ বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে। যার জব্দ মূল্য  কোটি টাকারও বেশী। 

শনিবার দিনব্যাপী  উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া, বাংলাবাজার, বড়খাল ও কলাউড়া গ্রাম থেকে ১৪শ ৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১১০ বস্তা সুপারি উদ্ধার করা হয়।

এসময় দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির বিজিবি'র কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আনোয়ার হোসেন সহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, চোরাই পথে ভারতীয় চিনি ও সুপারি আমদানি করার হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত