ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ২৬ জন সদ্য যোগদানকৃত সিনিয়র অফিসার, সহকারী প্রোগ্রামার, অফিসার ও লাইব্রেরিয়ানদের ১৮ কার্যদিবস ব্যাপী Foundation Training শীর্ষক প্রশিক্ষণ আইসিবি’র প্রশিক্ষণ কেন্দ্রে আজ শুরু হয়েছে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন।
এছাড়াও আইসিবির মহাব্যবস্থাপক মোঃ হাবীব উল্লাহ, উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহাবুব হাসান, সহকারী মহাব্যবস্থাপক নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।