জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে কুলাউড়া থানা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ মুমিন মিয়া (২১) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই মাহমুদুর রহমান এবং এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় উত্তর হিংগাজিয়া এলাকার ব্রাহ্মণবাজার টু শ্রীমঙ্গল রোডের হক ভিলা নামক একটি বাড়ির সামনে থেকে মুমিন মিয়াকে আটক করা হয়।
ঘটনাস্থলে আটককৃত মুমিন মিয়াকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে দুটি পলিব্যাগের ভেতরে রক্ষিত ৩০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মৌলভীবাজার ডিবি (দক্ষিণ) এর ইনচার্জ সজল কুমার কানু জানান, 'আটককৃত মুমিন মিয়া জনৈক আরেক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির জন্য এনেছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ এবং তার মোবাইলের কল রেকর্ড পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হয়েছি। এই ঘটনায় মুমিন মিয়া এবং পলাতক একজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে'।