<
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১ আশ্বিন ১৪৩১
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
যে কাজ করলে কখনই হ্যাক হবে না আপনার হোয়াটসঅ্যাপ!
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১২:৫৮ PM
মেটার অধীন সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বিশ্বের কয়েকশ কোটি মানুষ এই অ্যাপে ব্যবহার করেন। তাই ব্যবহারকারীদের বিষয়টি মাথায় রেখে প্রায়ই আপডেট করা হয় এই অ্যাপটি। 

ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। এছাড়া কমবেশি সবাই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন। গুরুত্বপূর্ণ এই অ্যাপটিকে সুরক্ষিত রাখাও বেশ কঠিন কাজ। 

হ্যাকারদের থেকে ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে বেশ কিছু পদ্ধতি বা কৌশল অবলম্বন করতে পারবেন। চলুন জেনে নিই কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে।

টু স্টেপ অথেনটিকেশন
অনলাইন অ্যাকাউন্টগুলোকে নিরাপদ রাখতে শুধুমাত্র পাসওয়ার্ডের ওপর নির্ভরশীলতা এখন পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। থেকে যায় হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকি। অনলাইনের এসব অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য প্রয়োজন টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা সংক্ষেপে টুএফএ সিস্টেম। 

হোয়াটসঅ্যাপে টু স্টেপ অথেনটিকেশন অন করা থাকলে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। কারণ এটি অন থাকলে ছয় সংখ্যার পিন সাবমিট করতে হয়। ফলে যে কেউ পিন  ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এতে অ্যাকাউন্ট অতিরিক্ত নিরাপত্তায় থাকে।
গ্রুপ প্রাইভেসি সেটিংস
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিং এবং গ্রুপ ইনভাইট সিস্টেম, কোনো গ্রুপে মেম্বারদের জয়েন হওয়া বা জয়েন করানোর বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। এর ফলে একদিকে যেমন যে কেউ কোনো ব্যক্তিগত গ্রুপে জয়েন করতে পারে না, তেমনি কাউকে না চাইলে গ্রুপে জয়েন করানো যায় না।

ফিশিং লিংক থেকে সতর্ক থাকুন
ফিশিং লিংক থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ই-মেইলের মতোই, স্ক্যামাররা হোয়াটসঅ্যাপ বার্তাগুলোর মধ্যে সন্দেহজনক লিংক দিতে পারে। আর এইসব লিংকে ক্লিক করলে প্রতারিত হতে পারেন। ফলে লিংক দেখে দ্রুত বুঝতে হবে যে সেগুলো ফিশিং লিংক কিনা। 

যদি একটি এগুলো স্ক্যাম বলে মনে হয়, তাহলে সেই ধরনের কোনো লিংক ক্লিক করা এড়িয়ে চলতে হবে এবং প্রেরককে রিপোর্ট করার কথা বিবেচনা করতে পারেন।

টাচ আইডি, ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট লক
বর্তমানে সব ধরণের ডিভােইসে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম থাকে। এর ফলে ব্যবহারকারী ছাড়া ডিভাইসটি কেউ ওপেন বা চালু করতে পারবে না। এরসাথে এখন বিভিন্ন অ্যাপ ওপনের করার সময় এই ধরণের লক ব্যবহার করা যায়। তাই হোয়াটসঅ্যাপে এই লক সিস্টেম চালু থাকলে যে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এতে অ্যাকাউন্ট নিপদ থাকবে। 

ম্যাসেজ বা শেষ তথ্য নিয়ন্ত্রণ
হোয়াটস অ্যাপের ম্যাসেজ বা প্রোফাইল পিকচার দেখানোর দরকার নেই। এর জন্য সেটিংসে গিয়ে গোপনীয়তা চালু করে দেয়া ভালো। এতে শেষ ম্যাসেজ বা ছবি এলে তা তৃতীয় ব্যক্তি বা কেউ দেখতে পারবে না। এছাড়া এগুলো শুধু পরিচিতদের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়। তাই গোপনীয়তার রক্ষার জন্য সেটিংসগুলোর বিষয় সঠিকভাবে পর্যালোচনা করে ব্যবহার করা উত্তম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত