<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
রাউটারের গতি বাড়ানোর গোপন উপায়
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ১:১১ PM
ধীরগতির ওয়াই-ফাই নিয়ে বিরক্ত? অনেক বেশি স্পিডের ইন্টারনেট নিয়েও দেখা যায় ঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। একটু চেষ্টা আর সামান্য অর্থ খরচ করেই কিন্তু আপনার মন্থর ওয়াই-ফাইয়ের গতি বাড়িয়ে নিতে পারবেন।

যেভাবে রাউটারের গতি বাড়াবেন-

>> যেখানে রাউটার রয়েছে, চেষ্টা করুন তার কাছাকাছি বসতে।

>> রাউটারের ফার্মওয়্যারটি আপডেট করতে পারলেও ভালো হয়।

>> ওয়াই-ফাইয়ের রাউটারটি খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করুন। তাতে সিগন্যাল জট অনেকটাই কাটবে।

>> রাউটারের সঙ্গে ‘ব্যান্ড স্টিয়ারিং’ যুক্ত করতে পারেন। এই যন্ত্রাংশটি অনেকটা রাস্তার ট্রাফিক কন্ট্রোলের মতো কাজ করে। যাতে নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে রাউটার অবিচ্ছিন্ন ভাবে যুক্ত থাকতে পারে।

>> ওয়াই-ফাইয়ের সঙ্গে পুরোনো বা অচেনা কোনো ডিভাইস যুক্ত থাকলে তা বাদ দিন। এতে বর্তমানে যেসব ডিভাইস ব্যবহার করছেন সেগুলোতে ভালো স্পিড পাবেন ওয়াই-ফাইয়ের।

>> একটি রাউটারের সঙ্গে অনেকগুলো ডিভাইস যুক্ত থাকতে পারে। কিন্তু একইসঙ্গে সবকটি ডিভাইসে কাজ করলে গতি ধীর হতে বাধ্য।

>> মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারে অপ্রয়োজনীয় খুলে রাখা ভিডিও বন্ধ করে দিতে হবে। জুম বা স্কাইপে ভিডিও মিটিং চললেও একই রকম সমস্যা দেখা দিতে পারে। তাই অন্য কোনো উইন্ডো বন্ধ করে ভিডিও মিটিং করুন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত