<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
সব গ্রাহককে ৫ জিবি মোবাইল ইন্টারনেট ‘ফ্রি’ দিচ্ছে সরকার
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ১১:৫৩ AM আপডেট: ২৮.০৭.২০২৪ ১২:২৭ PM
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

রোববার (২৮ জুলাই) সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আজ বিকেল তিনটায় মোবাইলে ফোরজি সেবা চালু হবে এবং মোবাইল ইন্টারনেট চালুর পর প্রত্যেক গ্রহক ৫ জিবি বোনাস পাবেন।

তিনি বলেন, ‌‘যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক, (নেটওয়ার্ক বন্ধ হওয়ার আগে) যাদের প্যাকেজগুলো বা ডেটাগুলো ছিল, তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নাই। নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন না থাকার কারণে তারা সেসময় ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। ’

এই সব বিষয় বিবেচনায় রেখে আলোচনা করে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আজ ৩টার পর যারা মোবাইল ইন্টারনেটে যুক্ত হবেন, তারা তিন দিনের মধ্যে এই বোনাস প্যাকেজটি পাবেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত