কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে তারকারা। দেশের জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান তার নতুন গান উৎসর্গ করছেন শিক্ষার্থীদের জন্য।
বৃহস্পতিবার তার ফেসবুকে লিখেছেন তার জন্মদিনে একটি নতুন গান রিলিজ করতে চান শিক্ষার্থীদের জন্য।
অনি হাসান লিখেছেন, ‘আজ পহেলা আগস্ট আমি জন্মেছিলাম এই লাল সবুজের পতাকার নিচে স্বাধীন এক দেশে। আমি জন্মেছিলাম আমার মনের ভাষা প্রকাশ করতে।’
তিনি আরও বলেন, ‘আমার মিউজিক দিয়ে মানুষের ঐক্য, ভালোবাসা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেকে শামিল করতে। এই ভাবনা থেকেই আগামীকাল একটা নতুন গান রিলিজ করব আপনাদের পাশে দাঁড়াতে।’
তার পোস্টের পর একজন অনুরাগী লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাইয়া। অফুরন্ত ভালোবাসা! অপেক্ষায় রইলাম কালকে প্রতিবাদের গানের জন্য।’
অন্য একজন লিখেছেন, ‘ভাইয়া আপনি পাশে আছেন জেনে অনেকে আশ্বাস পাবে, এমন কালের সময়ে আন্দোলনের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়বে সমাজ।’
এক দশক আগে সাবেক ব্যান্ড ওয়াফেজের সঙ্গে শেষবারের মতো ঢাকার মঞ্চে দেখা গেছে অনি হাসানকে। মাত্র ১৮ বছর বয়সে গিটারিস্ট হিসেবে যাত্রা শুরু করেছিলেন অনি, ক্যারিয়ারের শুরুর দিকে ভাইব ব্যান্ডে বাজিয়েছেন। ভাইব ব্যান্ডে ভাঙনের পর ওয়ারফেজে যোগ দেন।