বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২
বৃহস্পতিবার ১২ জুন ২০২৫
নীলফামারীতে গাছের চারা বিতরণ কর্মসুচির উদ্বোধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৭:৪৭ PM
জাতীয় শোক দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নীলফামারীতে বৃক্ষরোপন কর্মসুচি শুরু করেছে সদর উপজেলা আওয়ামী লীগ ও নীলফামারী পৌরসভা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাফিজুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রোকনুজ্জামান রওশন প্রমুখ।

এর আগে ১৫টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে গাছের চারা হস্তান্তর করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, এ কর্মসুচিতে প্রতিটি ওয়ার্ডে ৭৫টি হিসেবে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডে ১০ হাজার ১২৫টি গাছের চারা রোপন করা হবে। এ সব গাছের চারার মধ্যে রয়েছে ফলদ, বনজ ও ঔষধী।

একই কর্মসুচির আওতায় বৃক্ষ রোপন কর্মসুচি শুরু করেছে নীলফামারী পৌরসভা। বৃহস্পতিবার বিকেলে শহরের বড় মাঠে ওই কর্মসুচির উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তৃতা করেন, পুলিশ সুপার মো. মোকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম প্রমুখ।

পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘এ কর্মসুচিতে পৌরসভা এলাকায় ১০ হাজার গাছের চারা রোপন করা হবে। সবুজ নীলফামারী গড়তে এ বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করা হয়েছে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত