<
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
ফের ইবি ছাত্রলীগের কার্যালয় ভাংচুর
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৫:২৭ PM
ফের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দ্বিতীয় বারেরমতো দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন শাখা ছাত্রলীগের কার্যালয়ের বাহিরে ও ভিতরে ভাংচুর করা হয়েছে। অফিসে থাকা চেয়ার, টেবিল, টিভি ও ড্রয়ার ভাংচুর করে বাহিরে ফেলে দেওয়া হয়েছে। কয়েকটি টিন খুলে ফেলা হয়েছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে মেইন গেটে গ্রাফিতি আর্ট করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যালয় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

এ সময় 'হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কৈ', ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে', 'একশন টু একশন, ডাইরেক্ট একশন'- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত