বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের কর্মসূচির পালনে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা।রোববার (৪ আগস্ট) সকালে উত্তরায় সড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা ।
এ সময় শিক্ষার্থীরা, “আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই, আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, চলছেই চলবে, আমাদের আন্দোলন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা সড়ক আটকে রাখায় যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়ায় যানজট সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।