ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (০৫ আগস্ট) বিকেল ৪টার দিকে কার্যালয়ে আগুন দেন তারা।
জানা গেছে, কার্যালয়ে আগুন দেওয়া হলে তখন পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ ছাত্রজনতা। সোমবার ধানমন্ডির ৩/এ-তে অবস্থিত কার্যালয়ে হামলা চালান তারা।
কার্যালয়ে হামলার পর সেখানে আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।