প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে উল্লাসে মেতে উঠেছেন সাধারণ মানুষ। চারিদিকে এই উল্লাসের খবরের পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগের খবরও মিলেছে। এরই মধ্যে সোমবার বিকেলে পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘সানভিস বাই তনি’র বগুড়ার একটি শোরুম লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রতিষ্ঠানের কর্নধার রুবাইয়াত ফাতিমা তনি নিজেই।
স্ট্যাটাসে তনি লিখেছেন, আমি দুঃখিত। এই আনন্দ উল্লাস আমার জন্য নয়। আমার বগুড়ার শোরুম লুট করে নিয়ে গেছে। পুরো মার্কেট খালি করে ফেলছে, এই বুঝি স্বাধীনতা!
প্রশ্ন রেখে তনি বলেন, আমাদের ব্যাবসায়ীদের অপরাধ কি! আমরা তো কোনো দল করি না! এত দিন দেশে অরাজকতা, নেট অফ করে রাখতো, লস আর লস! ভাবলাম এইবার হয়তো সব ঠিক হবে! এখন সব লুটে নিয়ে সর্বশান্ত করে দিয়ে গেছে।
এদিকে সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। এ সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়। বিভিন্ন টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, সাধারণ মানুষ গণভবন থেকে নামীদামী জিনিসপত্র নিয়ে যাচ্ছেন।