<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
কাছে গিয়ে বুবলীর কষ্ট আরও বেড়ে গেল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১২:০৭ PM
চিত্রনায়িকা বুবলী। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য তার কষ্ট আরও বেড়ে গেল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের সহযোগিতায় সরব ছিলেন এই নায়িকা। এবার এবার ত্রাণ নিয়ে ছুটে গেলেন তাদের কাছে। সেখানেই গিয়ে কাছ থেকে মানুষের এমন কষ্ট দেখে হৃদয় কাঁদছে তার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা বুবলী। যেখানে দেখা যায় বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তিনি। যেগুলোর মধ্যে আছে বোতলজাত খাবার পানি, মুড়ি, বিস্কুট, স্যালাইনসহ অনেক রকমের সামগ্রী।

ছবি ও ভিডিও শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘বন্যার্ত মানুষ গুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি।’

বুবলীর আগে বিনোদন জগতের অনেক তারকাই দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য ত্রাণ নিয়ে ফেনী কুমিল্লায় গেছেন। অনেকে আবার ঢাকা থেকেই ফান্ডিং করে পাঠিয়েছেন সাহায্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত