<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
তামান্নার সঙ্গে চুটিয়ে প্রেম, হঠাৎ গোপন অসুখের কথা জানালেন বিজয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৩:১৭ PM আপডেট: ৩১.০৮.২০২৪ ৩:৩৩ PM
তামান্না-বিজয়ের প্রেম কমবেশি সবারই জানা। বর্তমানে হঠাৎ এমন এক খবর প্রকাশ্যে এলো। পর্দায় বোঝা যায় না। রূপটানের সাহায্যে ঢেকে রাখেন। কী এমন রোগ হয়েছে অভিনেতা বিজয় বর্মার?
তামান্না-বিজয়

তামান্না-বিজয়

বলিপাড়ায় এই মুহূর্তে অন্যতম চর্চিত অভিনেতা তিনি। পরিচালক জ়োয়া আখতারের ‘গলি বয়’ ছবির হাত ধরে পথচলা শুরু। তার পর অভিনয় দক্ষতার জোরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিজয় বর্মা। কাজ করেছেন ‘ডার্লিংস’, ‘দহাড়’, ‘মির্জাপুর’-এর মতো ছবি ও সিরিজ়ে। 
তামান্না-বিজয়

তামান্না-বিজয়

তাঁর অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, একই ভাবে বক্স অফিসেও পেয়েছেন সাফল্য। শুরুতে বড় পর্দায় অভিনয় করলেও ওটিটির মাধ্যমে সাফল্য আসে বিজয়ের। এই মুহূর্তে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে বেশ চর্চা বলিপাড়ায়। এ বার নিজের একটি রোগের কথা জানালেন বিজয়। দীর্ঘ বছর ধরে শ্বেতি রয়েছে তাঁর শরীরে। তবে পর্দায় তা বোঝা যায় না। রূপটানের সাহায্যে ঢেকে রাখেন। তা হলে কি এটি তাঁর অস্বস্তির কারণ?

তামান্না-বিজয়

তামান্না-বিজয়

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের শ্বেতির দাগ প্রসাধনীর দিয়ে ঢেকে রাখেন অধিকাংশ সময়ে। কারণ তিনি চান না তাঁকে যখন পর্দায় দর্শক দেখবেন, তাঁর অভিনয় ছাড়া অন্য কোনও বিষয় বাড়তি নজর কাড়ুক। যদিও একটা সময় ছিল যখন এই রোগ ভাবাত তাঁকে। বিজয়ের কথায়, ‘‘এটা যদিও তেমন কোনও বড় ব্যাপার নয়। তবু আমি হালকা রূপটানের সাহায্যে ঢেকে রাখতাম। 
তামান্না-বিজয়

তামান্না-বিজয়


আসলে এটা একজন অভিনেতার কাছে খুব ছোট ব্যাপারও না। মাঝেমধ্যে ভাবি, যদি এটা আমার কেরিয়ারের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়? কিন্তু সৌভাগ্যবশত আমাকে কখনও তেমন কিছুর মুখোমুখি হতে হয়নি। যত ক্ষণ আমার কাজ আছে, তত ক্ষণ এটা নিয়ে চিন্তিত নই আমি।”
তামান্না-বিজয়

তামান্না-বিজয়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত