<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
ভালোবাসা প্রকাশের ৫টি কার্যকর উপায়! (ভিডিও)
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৭ PM আপডেট: ০৫.০৯.২০২৪ ৮:৪০ PM
প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবার হৃদয়েই লুকিয়ে থাকে। আপনার কাছ থেকে সান্ত্বনাদায়ক শব্দ, উপহার বা মনোযোগ আশা করতেই পারে আপনার প্রিয়জন। তার অগ্রাধিকারের তালিকায় হয়তো শুরুতেই রয়েছে আপনার নাম। তবে প্রতিটি সম্পর্ক, দম্পতি এবং ব্যক্তি আলাদা। তাই নিজের সঙ্গীকে বুঝে নিতে হবে নিজেরই। সম্পর্কে বিশ্বাস ও ভালোবাসা থাকলে তা টিকে থাকে আজীবন। চলুন জেনে নেওয়া যাক, সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশের ৫টি কার্যকর উপায়-
১. ছোট ছোট বিষয়ে খেয়াল রাখুন

আপনার প্রিয়জনকে স্পেশাল বোধ করানোর জন্য ছোট ছোট কাজ করুন। একটি সুন্দর আউটিং, নাইট ড্রাইভ, ট্রিপ বা বিছানায় প্রাতঃরাশ দিয়ে তাকে অবাক করে দিন। অথবা তার সঙ্গে শপিংয়ে যান, তার পছন্দের বডি ওয়াশের মতো প্রয়োজনীয় কিছু কিনুন। ছোট ছোট কাজ করা এবং তার জন্য সুন্দর স্মৃতি তৈরি করা সবচেয়ে সুন্দর উপায়গুলোর মধ্যে একটি।

২. কোয়ালিটি টাইম কাটান

সম্পর্ক হলো একে অপরের স্বার্থ এবং অগ্রাধিকারকে সম্মান করা।  আপনি দীর্ঘ সারি বা ভিড় পছন্দ না করলেও আপনার সঙ্গীর সঙ্গে কেনাকাটা করতে যান, যদি তাদের পছন্দ হয়। মাঝে মাঝে ডেটে যাওয়া, ছুটির রাতে সঙ্গীর সঙ্গে সিনেমা দেখা, একসঙ্গে কাজ করা কিংবা দীর্ঘ সময় পাশাপাশি হাঁটার মাধ্যমে সময় কাটান। এগুলো সঙ্গীর প্রতি স্নেহ দেখানোর সহজ কিন্তু কার্যকর উপায়।

৩. ঘনিষ্ঠতা থাকুক

সম্পর্কে ঘনিষ্ঠতা থাকাও জরুরি। যেমন হাত ধরা, উষ্ণ আলিঙ্গন দেওয়া ইত্যাদি। এগুলো আপনার সঙ্গীর প্রতি ভালোবাসা দেখানোর দুর্দান্ত উপায়। আপনার স্পর্শ তাকে আরও বেশি সজীব করে তুলবে।
৪. তার লক্ষ্য এবং স্বপ্ন সমর্থন

সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা এবং স্নেহ প্রকাশ করার সেরা উপায়ের মধ্যে একটি হলো তার স্বপ্ন এবং লক্ষ্যকে সমর্থন করা। যখন আপনার সঙ্গী আপনাকে স্বপ্ন কিংবা উচ্চাকাঙ্ক্ষার কথা শেয়ার করে, তখন তার সবচেয়ে বড় চিয়ারলিডার হয়ে যান এবং সব সময় তাকে সমর্থন করুন।

৫. প্রশংসা করুন

প্রশংসা করার অনেক ইতিবাচক ফল রয়েছে। সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা দেখানো ভালোবাসা প্রকাশের সবচেয়ে মধুর উপায়গুলোর মধ্যে একটি। আপনার জীবনের জন্য সে কতটা দামী উপহার তা তাকে মনে করিয়ে দিন। তাকে নিজের অংশ ভাবুন। তাহলে আর প্রশংসা করতে দ্বিধা কাজ করবে না। তার প্রতি আপনি কতটা কৃতজ্ঞ, সেকথা তাকে জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সম্পর্ক   ঘনিষ্ঠতা   ভালোবাসা  







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত