<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
রাজধানীতে ভাসমান যৌনকর্মীদের মারধরের ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৮ PM
রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমান যৌনকর্মীদের মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। ভুক্তভোগী যৌনকর্মীদের অভিযোগ, বিভিন্ন এলাকায় তাদের মারপিট করছেন কিছু যুবক। বিগত কয়েক দিন ধরে তারা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া তিনটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় যৌনকর্মীদের পেটাচ্ছেন যুবকেরা। এইচ এম রাসেল সুলতান (দোকানি রাসেল) নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে ভাইরাল হওয়া একটি ভিডিওর শুরুতেই প্রহারকারী ওই যুবককে বলতে শোনা যায়, “এইভাবে উচ্ছেদ করতে হবে পতিতাদের। এক গ্রুপকে মারছি, আরেক গ্রুপ আসছে।”

তারপর ওই যুবক সবুজ রঙের পাইপ দিয়ে এক নারীকে বেধড়ক পেটাতে থাকেন। এরপর আরেকজনকে তাড়া করেন। পরে এক কিশোরীকে পেটাতে থাকেন। যুবকের পা ধরতে ধরতে মেয়েটি বারবার বলতে থাকে, “এ কাজ ছাইড়া দিমু।” একপর্যায়ে মেয়েটির কাছে থেকে মুঠোফোনটিও কেড়ে নেন ওই যুবক।

রাসেল নামের ওই যুবক লিখেছেন, “শেষ পর্যন্ত না দেখে কোনও মন্তব্য করবেন না প্লিজ। এদের মূলহোতা এই কাপড় পরা মহিলাটা। দেখলে প্রতিহত করুন। ...সবাই প্রতিবাদে অংশগ্রহণ করুন। উৎসাহ দিন।” রাসেল আরও লিখেছেন, “ঘটনাটি রাজধানীর শ্যামলী স্কয়ারে ঘটেছে।”

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘন। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের শাস্তি হওয়া উচিত। আমি ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় কথা বলেছি।”
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত