কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুরো জুলাই মাস জুড়ে চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রক্তাক্ত জুলাই বললেও ভুল হবে না।আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপরে পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের অমানবিক হামলা চলে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের এক প্রতিবেদন অনুযায়ী, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৬৫০ জন নিহত হয়েছেন।
আন্দোলনকে ঘিরে জুলাই এবং আগস্ট মাসে শহীদের স্মৃতিতে পুরো দেশব্যাপী চলে দেয়ালচিত্র এবং গ্রাফিতির কাজ। বিপ্লব আর বিজয়ের প্রতিচ্ছবি ভেসে উঠে দেয়ালে দেয়ালে।
এর মধ্যে ছিলো তাহমিদ আমাদের শক্তি, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আসছে ফাগুন আমরা আবার দ্বিগুণ হবো, আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই, পানি লাগবে কারো?পানি,পানি..,একজনকে মারতে কয়টা গুলি লাগে স্যার? তাহার চেয়ে হতেম যদি মেট্রোরেল, তোর কোটা তুই নে, আমার ভাইরে ফেরত দে, রক্ত দেখলে বাড়ছে সাহস,ছাত্রদের বুকে গুলি কেন? আমার একটা বোন আছে, আমারে যাইতে দেন, ছাত্র হত্যার বিচার চাই, আমার বেটাক মারলু কেন?সোনার বাংলায় শকুনের থাবা, গণহত্যার বিচার চাই, সোনার বাংলা আজ মৃত্যুপুরী কেন? রক্ত শোক নয়, শক্তি,একদিকে নাটক করে, অন্যদিকে গুম করে,সম্পদের হিসাব পরে, লাশের হিসাব আগে।
এরই ধারাবাহিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালচিত্র আঁকেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম সাময়িক বিষয়গুলো অন্যতম বৃহৎ দেয়ালচিত্র একেঁ বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়াচ্ছেন শিক্ষার্থীরা।
এরই মধ্যে গত ৫ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে দেশের অন্যতম বুহৎ দেয়ালচিত্র অঙ্কন করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বৃহৎ এই দেয়ালচিত্রে লেখা সমতল থেকে পাহাড়, স্বাধীনতা সবার,Gen-z, Justice, শুনো মহাজন আমরা অনেকজন এবং মেধা শহিদদের নাম সহ বিভিন্ন প্রতিকৃতি।
দেয়ালচিত্র অঙ্কন করতে খরচের বেশিরভাগ বহন করেছেন চারুকলা ১৬ তম আবর্তনের শিক্ষার্থীরা । এর বাইরে চারুকলার বিভাগের শিক্ষক, অন্যান্য শিক্ষার্থী এবং নৃবিজ্ঞান বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছিলেন।
এ নিয়ে ২০২২-২৩সেশনের চারুকলা বিভাগর শিক্ষার্থী মোখলেছুর রহমান শুভ বলেন, ক্যাম্পাসে খুব একটা রঙিন দেওয়াল ছিলো না। ক্যাম্পাসে আসার পর থেকেই সেটার অপেক্ষা ছিলো। গত ৫ আগস্ট মাথায় আসে সাম্প্রতিক বিষয়ের উপর কিভাবে ক্যাম্পাসটা রঙিন করা যায়।
বড় কিছু করার ইচ্ছে থেকে আমি আমার ব্যাচের (চারুকলা-১৬) সবার সাথে কথা বলি। তারপর আমরা পরিকল্পনামাফিক কিছু করার প্রয়াস থেকে সিনিয়রদের সাথে কথা বলে তাদের পরামর্শ নিয়ে মনির (চারুকলা-১৩) ভাইয়ের সাথে আমরা একটা রুপরেখা তৈরির কাজ শুরু করে দেয়।
আমরা সাম্প্রতিক, অসম্প্রদায়িক বিষয়টার বাইরে বাংলাদেশকে একটা পরিবার হিসেবে চিন্তা করে কাজটা করার চেষ্টা করেছি। যেখানে সবার বাংলদেশ, জুলাই বিপ্লব'২৪, আমাদের একতা , নতুন প্রজন্মের হাত ধরে নতুন বিচার ব্যবস্থার সূর্যদয় এবং কি আমাদের ক্যাম্পাস(জয় বাংলা ভাস্কর্য) কেউ ধারন করার চেষ্টা করেছি। কোন স্পন্সর না থাকায় কাজের জন্য মাচা টাও আমাদের বানাতে হয়েছে। ৩০/৩২ ফুট উঁচু মাচা বানাতে আমাদের সবথেকে বেশি কষ্ট করতে হয়েছে। বৃষ্টির বাধা ছিলো।
সব উপেক্ষা করে ৮/৯ দিনের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ দেওয়ালচিত্রটি আমরা শেষ করতে পেরেছি। আমার ব্যাচের (চারুকলা-১৬) নিরলস সাহায্য, চারুকলার সিনিয়র জুনিয়র, নৃবিজ্ঞান-১৬, ও এর বাইরেও অনেকের সহযোগিতায় পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞ। আমরা প্রাথমিকভাবে তিনটি দেয়াল ঠিক করে যেখান থেকে একটা দেয়ালে দেয়াল চিত্র করতে পেরেছি। ভালো স্পন্সর বা পৃষ্ট-পোষক পেলে সামনে ক্যাম্পাসটা রঙিন করে তোলার ইচ্ছা আছে আমাদের।