বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর ৪টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
অভিযোগে জানা যায়, গত সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর বটতলা এলাকায় একটি বিরোধপূর্ণ জমির মীমাংসার জন্য সেখানে যান বিএম কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোস্তফাজির রহমানসহ আরও কয়েক শিক্ষার্থী।
দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশফিয়া আক্তার নামে বিএম কলেজের এক শিক্ষার্থীর পরিবারের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
বিরোধকে কেন্দ্র করে আশফিয়ার পক্ষে সোমবার রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১৫-২০ জন বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন রোডে আশফিয়াদের বাড়িতে যান। পরে তাঁরা বিরোধের বিষয়টি জানতে প্রতিবেশী তাসনুভাদের বাড়িতে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়।
তাসনুভা ফোনে বিষয়টি বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাঁর সহপাঠীদের জানালে সেখানে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী ছুটে আসেন। সেখানে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমানকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা সোমবার রাত ১২টার দিকে আহত অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেসময় তাসনুভা চৌধুরী জোয়া সাহায্য চেয়ে ফেসবুকে লাইভ করেন। খবর পেয়ে তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা এলে বিএম কলেজের সেই শিক্ষার্থীরা তাদের মারধর করেন।
গভীর রাতে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। উভয় পক্ষকে বুঝিয়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।