<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
রাজবাড়ীতে জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২১ PM
রাজবাড়ীতে জেলা শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল ও অফিস সহকারী জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন রাজবাড়ী জেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষবৃন্দ ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানব্বন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আঞ্জুমান আরা, রুবেল মণ্ডল, সোলাইমান খলিফা, আব্দুর রহমান, নইবুল হক পলাশ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ ।

মানববন্ধন শেষে শিক্ষগণ রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের নিকট স্বারকলিপি প্রদান করেন।

বক্তারা বলেন, কোনো শিক্ষক অবসরে গেলে উৎকোচ ছাড়া কোন ফাইল ছাড়েন না জেলা শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল । পদন্নতি প্রামত শিক্ষকদের তালিকা গ্রহনে ঘুষ গ্রহণ, শিক্ষকদের কোনো কাজই তিনি ঘুষ ছাড়া করেন না ।

রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্বারকলিপিতে ৮টি অভিযোগ উল্লেখ করে জমা দেন শিক্ষকেরা । 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত