<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
ক্যানসারে মৃত ছাত্রলীগ নেতার নামে মামলা!
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৫ PM
জামালপুরে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মৃত ছাত্রলীগ নেতার নাম শফিকুল ইসলাম। তিনি পৌর শহরের পালপাড়ার মৃত নুরুল মেম্বারের ছেলে। মৃত শফিকুল ইসলাম পৌর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।

পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকার হায়দার আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে জামালপুর থানায় মামলাটি করেন। মামলায় জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ ৮৩ জনের নাম উল্লেখ করে ও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।

ছাত্রলীগ নেতা শফিকুল ইসলামের মৃত্যুসনদ যাচাই করে দেখা গেছে, ২০২২ সালের ২০ সেপ্টেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন শফিকুল। মৃত শফিকুলের ছোট ভাই রফিকুল জানান, প্রায় বিশ বছর আগে আবার বড় ভাই পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তারপর দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না। দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। একমাত্র মেয়ে সন্তান নিয়ে ভাবি সংসার করছে। প্রতিবেশীরাও শফিকুলের দুই বছর আগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাদী হায়দার আলী ও তার দুই সহযোগীকে অভিযুক্তরা মারধর করে আটত্রিশ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

জামালপুর থানার ওসি মহব্বত কবির জানান, এ ব্যাপারে মামলার বাদী ভালো বলতে পারবে। যদি মৃত মানুষের নামে মামলা দেয়া হয়ে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

মামলার বাদী হায়দার আলীকে ফোন করা হলে তিনি জানান, সব কিছু মামলাতেই লেখা রয়েছে। এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত