<
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ ভাদ্র ১৪৩১
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
চাঁদা না পেয়ে দোকান লুট করলেন ছাত্রদল নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২১ PM আপডেট: ০৪.০৯.২০২৪ ৯:১৭ PM
পান্থপথে একটি মুদি দোকানে প্রকাশ্যে এক লাখ টাকা চাঁদা চেয়েছে ছাত্রদল নেতা ওবায়দুল হক সৈকত। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুটপাট করেন তিনি। রাজধানীর পান্থপথ সিগন্যালের পাশে চাঁদপুর জেনারেল স্টোরে এ ঘটনা ঘটে।

ঘটনাটি রেকর্ড হয়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, ৮ থেকে ১০ জন সঙ্গীসহ লাঠিসোঁটা নিয়ে দোকানে হাজির হয় সৈকত। এরপর একপর্যায়ে হামলা চালায় দোকানির ওপরে।

সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, হামলাকারী হলেন ওবায়দুল হক সৈকত। তিনি ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব কলাবাগান থানার আহ্বায়ক।

ব্যবসায়ী মনির হোসেন জানান, কয়েকদিন আগে সৈকত তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। এরপর গত সোমবার রাতে দোকানে হামলা চালায়। তাকে এবং ভাইকে মারধর করে। দোকানে থাকা নগদ ৬০ হাজার টাকাসহ দোকানের জিনিসপত্র নিয়ে যায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে৷

সৈকতের এমন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জানান, এই ঘটনাটি শুনেছি। তার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপকর্মের বিষয়ে সৈকতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দোকানদার মনির হোসেন নিজেকে যুবদলের সদস্য পরিচয় দিয়ে উল্টো তাদের ওপর হামলার চেষ্টা করে। চাঁদা দাবি করার বিষয়টা মিথ্যা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত