<
  ঢাকা    শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
কক্সবাজারে তুচ্ছ ঘটনায় শিশু হত্যা, প্রধান আসামি আটক
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাজ্জাদুর রহমান (১৫) নামের এক শিশুকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. আলমকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক মো. আলম উপজেলার পোকখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব ইছাখালী গ্রামের আব্দুস সালামের ছেলে।

অপরদিকে নিহত শিশু সাজ্জাদুর রহমান (১৩) পার্শ্ববর্তী ইউনিয়ন ইসলামাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড সাতজুলাকাটা এলাকার নুরুল আলমের ছেলে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিম।

নিহত শিশুর পিতা নুরুল হুদা বাংলাদেশ বুলেটিনকে বলেন, আমার ছেলে  সাজ্জাদ আসামির আপন ছোট ভাই নুরুল আজিম কালু'র বন্ধু হয়। বন্ধুত্বের সূত্র ধরিয়া উভয়ে মধ্যে গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে স্থানীয় মোস্তাকের দোকানের ভিতর সামান্য বিষয়ে তর্কাতর্কি হয়। তর্কাতর্কি একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির বিষয়ে ২নং আসামি আ. সালাম গ্রামের বিভিন্ন স্থানে গালিগালাজ করে আমার ছেলেকে মারধর করার জন্য খুজিয়া বেড়ায়।

তিনি আরো বলেন, ২ নং আসামি আব্দু সালামের সাথে আটক ১ নং আসামি মো. আলমসহ আরো কয়েকজন মিলে ২৪ সেপ্টেম্বর আসামিদের বাড়িতে আমার ছেলেকে নিয়ে গিয়ে সুপারি গাছের সাথে বেঁধে ইচ্ছামত নির্যাতন করে৷ নিহতের পিতা নুরুল হুদা বলেন, খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় আমার ছেলেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসি৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ২৫ সেপ্টেম্বর রামু উপজেলা হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ওসি আব্দুল হালিম বাংলাদেশ বুলেটিনকে জানান, একটা শিশুকে গাছে বেঁধে নির্যাতন করে হত্যার ঘটনায় স্থানীয় জনতা প্রধান আসামিকে আটক করেছে বলে থানায় সংবাদ দেয়। সে সংবাদের ভিত্তিতে আমিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত প্রধান আসামি মো. আলম কে আটক করে থানায় নিয়ে আসি৷

ওসি আরো বলেন, নিহত সাজ্জাদুর রহমানের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷ মামলার বাকি আসামিদের আটক করতে পুলিশ মাঠে আছে বলে জানিয়েছেন ওসি আব্দুল হালিম।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত