‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে শুভ উদ্বোধন, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। ফায়ার ফাইটার মোক্তার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল, ডা. গিয়াস উদ্দিন, পৌর কমিশনার আল মামুন মিয়া ও দাউদ আলম শ্যামল, বিশিষ্ট ব্যবসায়ী মাঈনুদ্দিন, প্রধান শিক্ষক মাহবুব হোসেন প্রমুখ।
নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার দেবব্রত সরকারের তত্ত্বাবধানে লিডার হুমায়ুন কবির এর সঞ্চালনায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন, ফায়ার ফাইটার মাকসুদ ভূইঁয়া, জাকির হোসেন, নূরুজ্জামান, আকাশ, শাকিল। এতে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক অগ্নিকান্ডসহ বিভিন্ন বিষয়ে ফায়ার সার্ভিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী, ফায়ার সার্ভিস কর্মীসহ শিক্ষক-শিক্ষার্থী ও শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম