কক্সবাজারে নানা কর্মসূচির মধ্যদিয়ে এবারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে৷ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ৷
অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম৷ এ বছরের প্রতিপাদ্য ‘দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা'র আমন্ত্রিয়তায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা গণমাধ্যমকর্মীদের বলেন, আমরা মানুষের সেবায় নিয়োজিত৷ যে কোন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের লোকজন প্রস্তুত৷ হঠাৎ আগুন এবং বড় বড় দুর্যোগ কিভাবে মোকাবেলা করতে হবে তা আমাদের কর্মকর্তা কর্মচারীদের যতেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, পর্যটন নগরী হিসেবে কক্সবাজারে যে কোন দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী আরো চারটি ফায়ার ষ্টেশন করার প্লান হাতে নিয়েছেন৷ ইতিমধ্যে এ চারটি ষ্টেশনের জায়গার বিষয়ে অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে৷
অতীশ চাকমা বলেন, আরো একটি সুখবর কক্সবাজারের জন্য৷ সারা বাংলাদেশে যে ৩ থেকে ৪ টি আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হচ্ছে তন্মধ্যে ঈদগাঁওতে একটি হচ্ছে৷ এ সময় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র সিনিয়র ষ্টেশন অফিসার খান খলিলুর রহিমান, মোনায়েমসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কৌশল, বিভিন্ন প্রাকৃতিক ও অনাকাঙ্খিত দুর্যোগ কিভাবে মোকাবিলায় করা হয় তা অত্যন্ত দৃষ্টিনন্দন করে প্রদর্শন করেন।
বাবু/জেএম