🗓️ শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২ ২৪ অগ্রহায়ণ ১৪২৯
   

নেইমার আমার চেয়ে ভালো খেলোয়াড় নন : কুদুস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৫:৪১ পিএম | অনলাইন সংস্করণ

তার নামটা উচ্চারিত হয় লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপেদের মতো তারকাদের সঙ্গে। নেইমারকে নিয়ে ব্রাজিলের স্বপ্নেরও শেষ নেই। তবে সেই নেইমারকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ঘানার ফুটবলার মোহামেদ কুদুস। গার্ডিয়ান জানাচ্ছে, নেইমার তার চেয়ে ভালো খেলোয়াড় নন, এমনই বলেছেন তিনি।  

মাস দুয়েক আগেই নেইমারের ব্রাজিলের মুখোমুখি হয়েছিলেন মোহামেদ কুদুস। তবে তার দল ভালো করতে পারেনি মোটেও। হেরেছে ৩-০ গোলে। তবে ব্রাজিলের মুখোমুখি আবারও হতে চান কুদুস। জানালেন, নেইমারও উপভোগই করবেন বিষয়টা। 

সম্প্রতি গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। তার ভাষ্য, ‘আমরা যদি আবারও মুখোমুখি হই? হ্যাঁ অবশ্যই! কেন নয়! আমি আর নেইমার, দ্বিতীয় দফা! আমি নিশ্চিত সেও এটা উপভোগ করবে।’ এরপরই উঠে এল নেইমারের সঙ্গে তার তুলনার প্রসঙ্গটা। তিনি বললেন, ‘সে মোটেও আমার চেয়ে ভালো খেলোয়াড় নয়। তার প্রোফাইলটা কেবল উঁচু, এটুকুই!’

নেইমারের মানেও শিগগিরই উঠে আসবেন তিনি, জানালেন কুদুস। তিনি বলেন, ‘সে তার দেশকে রক্ষার কাজে নেমেছিল, আমি আমার দেশকে। আমি তাকে সহজে ছেড়ে দিচ্ছিলাম না। যা তাকে আরও ভালো হতে সাহায্য করেছে। যদিও আজ সে অনেক কিছু অর্জন করে ফেলেছে, আমি শিগগিরই সে অবস্থানে চলে যেতে পারব।’

নেইমারের ব্রাজিল আজ রাতে মাঠে নামছে। বাংলাদেশ সময় রাত একটায় ব্রাজিল মুখোমুখি হবে সার্বিয়ার। খেলাটি হবে লুসাইল স্টেডিয়ামে। ওদিকে কুদুসের ঘানাও একই রাতে মাঠে নামছে। আজ রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এ দলটি মুখোমুখি হবে ইউরোপীয় পরাশক্তি পর্তুগালের।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
প্রধান উপদেষ্টা সম্পাদক : প্রফেসর ড. হারুন-অর-রশিদ
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত