<
  ঢাকা    শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, তবু কেন জরিমানার মুখে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৩:৫০ পিএম | অনলাইন সংস্করণ
চলতি ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এবারের আসরে ইতোমধ্যে পাঁচটি গোল করেছেন এই ফুটবলার। গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। তারপরও জরিমানার মুখে পড়েছেন এই তারকা। কেন শাস্তি পেতে পারেন এমবাপে? তার একমাত্র কারণ সাংবাদিকদের মুখোমুখি না হওয়া। অন্য সময় তো বটেই, ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর নিয়ম মেনে যে সাংবাদিকের সঙ্গে কথা বলতে হয় সেখানেও যাচ্ছেন না এমবাপে। এ নিয়ে অস্বস্তিতে পড়েছে তার দল।

এ পরিস্থিতিতে ফরাসি ফুটবল ফেডারেশনকে একবার সতর্ক করেছে ফিফা। এরপরও একই ঘটনা ঘটলে জরিমানা করা হবে ফেডারেশনকে। ফিফা সতর্ক করার পর অবশ্য সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন এমবাপে। তিনি বলেছেন, আমি জানি সংবাদ মাধ্যমে কথা না বলায় অনেকে অনেক কিছু বলছেন। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু আমি এখন শুধু বিশ্বকাপে মন দিতে চাই। খেলার বাইরে কিছু ভাবতে চাইছি না। তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছি না। এমবাপের এই সিদ্ধান্তের ফলে শাস্তি পেতে পারে ফেডারেশন। তখন কী হবে? ফরাসি এই ফুটবলার জানিয়েছেন, তিনি জরিমানার টাকা দিয়ে দেবেন। এমবাপে বলেছেন, আমি জানি ফেডারেশনকে জরিমানা করা হতে পারে। তেমনটা হলে জরিমানার টাকা আমি দিয়ে দেব। আমি সেটা ফেডারেশনকে জানিয়ে দিয়েছি।

রোববার পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করায় বিশ্বকাপে মোট ৯টি গোল হয়ে গেছে এমবাপের। তিনি আগের বিশ্বকাপে করেছিলেন চারটি গোল। এবার বাকিদের থেকে অন্তত দুটি গোলে এখনই এগিয়ে রয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে আট গোল করার নজির এত দিন ছিল পেলের। ১৯৬৬ সালে ২৬ বছর বয়সে অষ্টম গোলটি করেছিলেন তিনি। এমবাপে সেই কাজ করে ফেলেছেন ২৩ বছর বয়সেই।

গতবারের বিশ্বকাপে তিনি সবচেয়ে কম বয়সে ফাইনালে গোল করার ক্ষেত্রে পেলের পরেই ছিলেন। এবার ব্রাজিলের কিংবদন্তিকেই পেরিয়ে গেলেন। ম্যারাডোনাতেও ছাড়িয়ে গেছেন এমবাপে। চারটি বিশ্বকাপে ম্যারাডোনার মোট আটটি গোল রয়েছে। তার থেকে অনেক কম বয়সে সেই নজির পেরিয়ে গেছেন এমবাপে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত